জন্ম ৭ এপ্রিল। সিরাজগঞ্জ আদি নিবাস। আজকাল ঢাকা নগরীতে বসবাস।
শখের বশে লেখালেখি শুরু ২০০৯ নাগাদ। প্রথমদিকে বেশ কিছু ছোটগল্প প্রকাশিত হয়েছে রহস্য পত্রিকাসহ আরো বেশ কিছু পত্রপত্রিকায়। লেখালেখির ক্ষেত্রে রহস্য ও জীবনঘনিষ্ঠ ঘরানা তার পছন্দের জায়গা।
প্রথম বই প্রকাশিত হয় ২০১৫’র বইমেলায়। এখন পর্যন্ত (২০২০) প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। তার সৃষ্ট পাঠকপ্রিয় চরিত্র অভ্র, মেজর সাইফ হাসান, তারেক ফয়সাল নিয়ে নিয়মিত লিখছেন। এখন পর্যন্ত অভ্র সিরিজের ৫ টি ও সাইফ হাসান সিরিজের ২টি বই প্রকাশিত হয়েছে।
প্রিয় লেখকদের তালিকায় আছেন হুমায়ূন, সত্যজিৎ, শীর্ষেন্দু, সিডনি শেলডন প্রমুখ।
পেশায় তিনি একজন প্রচ্ছদ শিল্পী ও ভিজ্যুয়াল আর্টিস্ট। প্রকাশনার সাথেও জড়িত। নন্দন নামের একটি ডিজাইন স্টুডিও ও প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধার।