আফরানুল ইসলাম সিয়াম জন্মগ্রহণ করেন ১১ই ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে। জন্ম গাজীপুর জেলার শ্রীপুরে, বেড়ে ওঠা সিলেট ও ঢাকায়। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেক এসএসসি এবং মাইলস্টোন কলেজ থেকে এইচএসএসি পাশ করার পর পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে। রহস্যপত্রিকার একজন নিয়মিত লেখক তিনি; আদী প্রকাশনে যৌথভাবে অনুবাদ করেছেন জনপ্রিয় সিগমা সিরিজের দুটো বই- ব্লাডলাইন ও দ্য সেভেন্থ প্লেগ, এছাড়াও দ্বৈত অনুবাদ করেছেন অনিতা নায়ারের পুরাণের ভারত।
