ফারজানা তাসনিমের জন্ম ১৯৯৫ সালে। খুলনার মৌলভীপাড়ায়। হলিক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন।
লেখালেখির সাথে শুরু থেকেই সম্পৃক্ততা তার। অনুবাদ ছাড়াও লেখেন রোর বাংলা অনলাইন পোর্টালে, দৈনিক প্রথম আলো পত্রিকায়। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক হিসেবে কর্মরত।
অ্যাকশন-অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত ম্যাথু রাইলির ‘কন্টেস্ট’ বইটি তারই হাত ধরে প্রকাশিত হয়েছে বাংলা ভাষায় আদী প্রকাশন থেকে।