ইমতিয়াজ আজাদের জন্ম কুষ্টিয়ায়, শৈশব কৈশোরের পুরোটাই কেটেছে সেখানে। এইচ.এস.সি পাশ করার পরে ঢাকায় চলে আসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিঙে গ্র্যাজুয়েশন শেষ করেন আহসানউল্লাহ্ বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা কম্পিউটার বিষয়ক হলেও শুধুমাত্র ভালোলাগার জন্য লেখালিখিতে আসা। এ পর্যন্ত তার ৫টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়েছে। সামনেই প্রকাশিত হবে তার প্রথম মৌলিক ‘যেখানে সীমান্ত’।