জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বর্তমান চিকিৎসক হিসেবে কর্মরত। রহস্য আশ্রয়ী গল্প-উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য পড়তে ও লিখতে আগ্রহী। সাহিত্য পুরষ্কারঃ এইচএসবিসি- কালি ও কলম তরুণ কথাসাহিত্যিক পুরষ্কার ২০১৩। প্রকাশিত বইঃ ডক্টর কিজিল, স্যালাম্যান্ডার জিন, ভেন্ট্রিলোকুইস্ট, মিনিমালিস্ট, বিলু কালু ও গিলুদের রোমাঞ্চকর অভিযান, ভাজা মাঠের উল্টো পিঠের রহস্য।