ডঃ মুহম্মদ আলমগীর তৈমূরের জন্ম ১৯৬৬ সালে কুষ্টিয়া শহরের গোল্ড কোটে। পড়ালেখা ও গবেষণা কুষ্টিয়া, ঢাকা, যুক্তরাষ্ট্র ও কানাডায়। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করছেন। ২০২০ সালে আদী প্রকাশন থেকে প্রকাশিত তার রচিত গল্প সংকলন ‘কুহক কথন’ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে দেয়।