তরুণ প্রজন্মের জনপ্রিয় থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে, বর্তমানে একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত আছেন। ২০১৫-তে প্রকাশিত হয় তার প্রথম থ্রিলার উপন্যাস “ইনকারনেশন”। একই বছর আগস্টে প্রকাশিত হিস্টোরিক্যাল থ্রিলার “ব্লাডস্টোন” তাকে এনে দেয় বিপুল পাঠকপ্রিয়তা। এ বছর প্রকাশিতব্য ৬ষ্ঠ থ্রিলার উপন্যাস “মিথ্যা তুমি দশ পিঁপড়া” পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। সাহিত্যচর্চার পাশাপাশি চিত্রনাট্য লিখছেন। কাজী আনোয়ার হোসেনের কালজয়ী চরিত্র “মাসুদ রানা” নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন তিনি।