প্রান্ত ঘোষ দস্তিদার-এর জন্ম ও বেড়ে ওঠা ব্যস্ত শহর ঢাকার বুকে। ছড়া-কবিতা, গল্প-উপন্যাস, নাটক, সাহিত্যের প্রভৃতি শাখায় আগ্রহী হয়েছেন ব্যক্তিগত ভালোবাসা থেকে।
তার প্রকাশিত একক গ্রন্থগুলো মধ্যে রয়েছে- আষাঢ়ে গল্প, মাস্টারপ্ল্যান। অনুবাদেও সমান পারদর্শী তিনি। অনুবাদ করেছেন গিলিয়ান ফ্লিনের তুমুল জনপ্রিয় উপন্যাস শার্প অবজেক্টস, আগাথা ক্রিস্টির স্যাড সাইপ্রেস, ফাইভ লিটল পিগস ইত্যাদি।