জন্ম ২৯ অক্টোবর, খুলনা জেলার গিলাতলা গ্রামে। পড়াশোনা করেছেন অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির আওতাধীন গ্লোবাল সিএ বিষয়ে। বাতিঘর থেকে প্রকাশিত আমাজনিয়া তার প্রথম অনুবাদগ্রন্থ। এছাড়াও অনুবাদ করেছেন স্টিভ বেরি’র দ্য প্যারিস ভেন্ডেট্টা, যা প্রকাশিত হয়েছে আদী প্রকাশনের ব্যানারে। বই পড়া ও সত্যের বাণী প্রচার করা তার প্রধান শখ।