সান্তা রিকির জন্ম রাজশাহী, তবে নিবাস ঢাকাতেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগ থেকে ২০১০ সালে সম্মান এবং ২০১১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ছোটবেলা থেকেই প্রবল ভালোবাসা বইয়ের সাথে। থ্রিলার সাহিত্যের বিভিন্ন বিভাগের প্রতি তার এক অন্যরকম ভালো লাগা রয়েছে। বইপ্রেমিক ছাড়াও তার আরেকটা পরিচয় হচ্ছে সিনেমার পোকা তিনি। রহস্যপত্রিকাতেও লিখেছেন বেশকিছু ফিচার।
আদী প্রকাশন থেকে রহস্য সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির ‘হোয়াই ডিডন’ট দে আস্ক ইভান্স’ তার অনুবাদে প্রকাশিত হয় ২০১৮ সালে।
