ডুয়ার্সে জন্ম। সাহিত্যের ছাত্রী। লেখালেখির শুরু কলেজ জীবন থেকে বিভিন্ন চড়ুই পত্রিকায়। কিছুদিন শিক্ষকতার পর পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ। উত্তরবঙ্গসংবাদ , বসুমতী , দৈনিক বর্তমান, সাপ্তাহিক বর্তমান, দেশ , সানন্দা, আনন্দমেলা, ঊনিশ কুড়ি, অনুষ্টুপ, শিলাদিত্য, কিশোর ভারতী, নবকল্লোল ফেমিনা, গৃহশোভা, যুগশঙ্খ, আজকের সম্পূর্ণা ছাড়াও অন্যান্য অনেক ছোটগল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। স্ব-নির্বাচিত নামে একটি ছোট গল্প সঙ্কলন, হিম পড়ছিল, ধূসর জগত, ডুয়ার্সের গপ্পোসপ্পো, শালবনে রক্তের দাগ ছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে ২০টি ছোট গল্পের সঙ্কলন, এবং আরও কিছু বই। এছাড়া রয়েছে প্রচুর গল্প বিভিন্ন গল্প সঙ্কলনে। ২০১৫-য় উত্তরবঙ্গের কোচবিহার থেকে ত্রিবৃত্ত সাহিত্য পুরস্কারে সম্মানিত। ২০১৭-য় কুসুমের ফেরা পত্রিকা থেকে নবরত্ন পুরস্কার প্রাপ্তি।
