পৈতৃক নিবাস কক্সবাজার জেলায়। জন্ম চট্রগ্রাম শহরে। বাবার চাকরীর কারণে থেকেছেন দেশের বিভিন্ন জায়গায়। পরবর্তীতে স্থায়ী হন কক্সবাজার শহরে। পড়াশোনা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। নৃবিজ্ঞানের ওপর বিএসএস এবং এমএসএস করেছেন। অ্যানিমেল ওয়েলফেয়ারের সাথে যুক্ত। ভালবাসেন ঘুরতে, পশুপাখি নিয়ে কাজ করতে আর বই পড়তে । লেখালেখির শুরু আদী প্রকাশন থেকে অনুবাদের মাধ্যমে।

