বহুমাত্রিক লেখক হিসেবে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন সাহিত্যেজগতে। শূন্য দশকে কবিতার মধ্য দিয়ে সাহিত্যজগতে অভিষেক হল্ওে অল্পকাল পরে গবেষণাসাহিত্যে আত্মনিয়োগ করেন। পরবর্তী পর্যায়ে সাহিত্য সমালোচনা সাহিত্য ও সম্পাদনার নেশা তাকে পেয়ে বসে। সাংবাদিকতারও শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পূর্বে। সাম্প্রতিক সময়ে সাহিত্য ও ভাষা-গবেষণায় কাজ করছেন। নিজস্ব শৈলী ও প্রাকরণিক নিরীক্ষায় বাংলা কাব্যজগতে রেখেছেন স্বতন্ত্রকাব্যধারা। গল্প ও শিশুতোষ সাহিত্যে রেখেছেন ঈর্ষণীয় ভূমিকা। পেশাগত জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। টিভি ও বেতার জগতেও তার বিচরণ লক্ষ করা যায়। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা শতকের কাছাকাছি।