ইচ্ছে ছিলো গান লিখে,গেয়ে হবেন গায়য়ে (গায়ক)। হয়তোবা এখনও এমন বাসনা লালন করেন অনেক গোপনে।
১লা আগস্ট, শামীম আহমেদ পলাশের জন্ম। জন্ম ও পিতৃভূমি,—– আড্ডাবাজদের চারন ভুমি, রাজশাহী শহরে। বাবা-কামাল উদ্দিন আহমেদ (মন্টু), মা-গোলেনূর আকসাম। শৈশবের স্কুল- রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। কৈশোর, তারুণ্য কেটেছে রাজশাহী কলেজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ ও এই শহরের বিভিন্ন পাড়ার বন্ধুদের সাথে। লক্ষীপুর,চন্ডিপুর,ভেড়ীপাড়া,ভাটাপাড়া, কোর্ট,হড়গ্রাম,কাদিরগঞ্জ,হেতেম খান,গণকপাড়া মোড়, কুমারপাড়া মোড়, পদ্মা নদীরপাড় সহ রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আড্ডা দিতেন।
এই ষড়ঋতুর দেশে বর্ষা ও হেমন্তকাল তার ভীষণ প্রিয়। আর ভালোবাসেন সত্যজিৎ রায়ের অনন্য সৃষ্টি গুপি গায়েনের সাথে নিজেকে মেলাতে।

কর্মরত আছেন দেশের স্বনামধন্য একটি বেসরকারী প্রতিষ্ঠানের গ্রুপ কর্পোরেট কমার্শিয়াল ডিপার্টমেন্টে। বর্তমান আবাস, ঢাকা শহর।