শুভঙ্কর শুভ’র বেড়ে ওঠা পুরনো ঢাকায়, মামাবাড়িতে। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল থেকে এসএসসি এবং কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বই পড়ার আগ্রহ থেকেই মূলত অনুবাদের দিকে আকৃষ্ট হওয়া। আদী প্রকাশন থেকে প্রকাশিত ‘পায়ার অফ কুইনস’ তার প্রথম অনুবাদগ্রন্থ।