ওয়াসি আহমেদ রাফি পেশায় একজন চিকিৎসক। সময়ে-অসময়ে বইপ্ত্র পড়েন, সংগ্রহ করেন, বইয়ের ছবি দেখিয়ে মানুষকে যন্ত্রণা দেন এবং প্রতি বছর গুডরিড়সে ২০০-২৫০ বই পড়ার টার্গেট সেট করে রাখেন।
কচ্ছপ গতির লেখক হয়েও অনুবাদ , মৌলিক , যৌগিক, গল্প সংকলন সব মিলিয়ে ইতোমধ্যে প্রকাশিক বইয়ের সংখ্যা পনেরো।