আহসান হাবীবের জন্ম ১৫ নভেম্বর ১৯৫৭, সিলেটে। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে। পেশা হিসাবে বেছে নিয়েছেন কার্টুন। তার দুই বড় ভাই হুমায়ুন আহমেদ , মুহম্মদ জাফর ইকবাল দেশের দুই অন্যতম জনপ্রিয় লেখক। সেই সুত্রে কার্টুন আকার পাশাপাশি তিনিও শখে লেখালেখি করেন। তার লেখার বিষয় মূলত রম্য, জোকস…যা তার পেশার সাথে সম্পূরক বলেই তিনি মনে করেন।

