আশিকুর রহমান বিশাল- এর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
ছোটবেলা থেকেই বই পড়ার শখ। লেখালেখিতে হাতেখড়ি রহস্য পত্রিকার মাধ্যমে। আদী প্রকাশন থেকে প্রকাশিত ‘দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস’ তার প্রথম অনূদিত উপন্যাস। এছাড়াও ‘ফাউন্টেনপেন’ ও ‘দ্য উইটনেস ফর দ্য প্রসিকিউশন’ গল্প সংকলনে তার অনুবাদ স্থান পেয়েছে।
