মোহাম্মদ হাসিন ইশরাক একজন উদীয়মান লেখক। ৪ জুলাই ২০০১ সালে, কুমিল্লা শহরে তার জন্ম। শৈশব থেকে সাহিত্যের প্রতি অনুরাগ তাকে লেখালেখির পথে পরিচালিত করে। নটরডেম কলেজে অধ্যয়নকালে “নটরডেম লেখককুঞ্জ”-এর ত্রৈমাসিক পত্রিকা “ঢাকঢোল”-এ প্রথমবারের মত তার লেখা প্রকাশ পায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের “প্যাপাইরাস” পত্রিকা এবং প্রথম আলো থেকে শুরু করে অজস্র পত্র-পত্রিকা, ম্যাগাজিনে তার লেখা গল্প-কবিতা স্থান করে নেয়। তার প্রথম রহস্য-রোমাঞ্চ গল্প “রুধির দেনা” পাঠকমহলে দারুণ সাড়া ফেলে।
সম্প্রতি তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পুরপ্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আদি প্রকাশনী থেকে প্রকাশিত নিশুতি সিরিজে লেখকের উল্লেখযোগ্য গল্পসমূহ- রুধির দেনা, নৈরাত্রি, দুই বাতায়ন।
