মারুফ হোসেন-এর জন্ম নরসিংদী জেলার মনোহরদীতে। বাবা শিক্ষক, মা গৃহিণী। মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মনোহরদী বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আদী প্রকাশন থেকে প্রকাশিত রামেসিসঃ দ্য ইটারনাল টেম্পল তার প্রথম অনুবাদ গ্রন্থ। এছাড়া আদী প্রকাশন থেকে প্রকাশিত তার অন্যান্য অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে- দ্য ডুমসডে কী, হাফ গার্লফ্রেন্ড, সাইকো হাউস, গ্রিক বীরদের আখ্যান।