মো. রেজাউল করিম ১৯৬৪ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভ‚গোল ও পরিবেশবিজ্ঞান-এ প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর পর্ব শেষ করেন। ১৯৮৯-এ বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মজীবন শুরু করেন। কিশোর বয়সে কবিতা লেখা দিয়ে লেখালেখিতে তাঁর হাতেখড়ি। কর্মজীবনে তিনি উন্নয়নবিষয়ক লেখালেখি করতে থাকেন। উন্নয়নবিষয়ক তাঁর বহুসংখ্যক লেখা জাতীয় দৈনিক ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ সময়ে তাঁর বেশ কয়েকটি উন্নয়ন বিষয়ক বইও প্রকাশিত হয়।
২০১৩ সালের শেষার্ধে নিয়মিত চাকুরি থেকে তিনি অবসর নিয়েছেন। বর্তমানে তিনি ‘রিজিলিয়েন্স কনসালটিং’ নামে একটি পরামর্শক সংস্থার নির্বাহী প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন।
২০১৩ থেকে ’১৮ এ সময়কালে তাঁর ১২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর লেখালেখির ক্ষেত্র বহুমাত্রিক। তিনি ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রায়শঃই লেখেন। তাঁর লেখা ‘ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের নগরী ঢাকা’ বইটি বাংলাদেশ ও কলকাতায় সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ‘কুষ্টিয়ার প্রতœনিদর্শন’বিষয়ক গ্রন্থ প্রণয়নের কাজে নিয়োজিত রয়েছেন।
তাঁর প্রকাশিত উপন্যাস তিনটি, ‘আমার বান্ধবীগণ, ‘আয়নাল হক উপাখ্যান ’ও ‘অনাবাসী’।
