সাঈদ শিহাবের জন্ম ১৯৯৫ সালের ৯ জুন চট্টগ্রাম শহরে; পৈতৃক নিবাস স্বন্দীপ। পড়াশুনা করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি হতে পুরকৌশল বিভাগ নিয়ে। বর্তমানে একটি বেসরকারী ব্যাংকে কর্মরত আছেন। তিনি লেখালেখিতে আসেন মূলত শখের বশে। শুরুটা মূলত ফেসবুকের মাধ্যমে, লিখেছেন রহস্য পত্রিকাতেও। ২০১৫ সালে প্রকাশিত হয় তার প্রথম অনূদিত গ্রন্থ ডেভিড বালদাশির দ্যা ইনোসেন্ট এবং বইমেলা ২০১৬ প্রকাশিত হয় তার অনূদিত সেবাস্টিয়ান ফিটজেক এর থেরাপি। এছাড়াও ছোট গল্প লিখেছেন ম্যাগাজিনসহ বেশ কিছু গল্প সংকলনে। ‘নিত্য মাইডাস’ তার প্রথম মৌলিক থ্রিলার উপন্যাস।
লেখালেখিটা নিয়মিত চালিয়ে যেতে চান তিনি।