শাহরীয়ার শরীফের জন্ম ১৯৭৪ সালে যশোর জেলায় । পৈতৃক বাড়ী বগুড়ায় । বসবাস ঢাকায় । পেশায় ডাক্তার । পাশাপাশি একজন কাটুনিস্ট ও লেখক। তার উল্লেখযোগ্য বইগুলো হলো- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলিম বাহিনী , ম্যাপ রহস্য, কারাগার, ডারউইন ডাইলেমা, শিকল। অনুবাদের তিনি সিদ্ধহস্ত। বেশকিছু বই অনুবাদ করেছেন।